একটু ফিরে দেখো ইতিহাসের পাতাগুলি
এখনো হয়নি মলিন।লেখা আছে তার
পাতায় পাতায় নীলকর সাহেবরা সংহার
মূর্তি ধরে অর্থ লালসায় কিভাবে দুঃস্থ
চাষিদের উপর করেছিল অত্যাচার।
কিভাবে করেছিল দেশটাকে ছারখার।
সেদিন চাষিদের জীবনে ঘনিয়ে এলো
অতিশয় দুর্দিন।
অর্বাচীন মানুষেরা বোতল বন্দী সেই
নীলচাষীদের দুঃখকষ্ট ও কান্নার রব
শোনেনি কখনও।অনেকে ইতিহাস বই
উল্টে দেখেনি সুদীর্ঘকাল।এখন আবারও
কি আকাশে জমছে ঘন কালো মেঘের
জটাজাল ? আবারও ঘনিয়ে আসছে
দুঃসময় ?
ঘূর্ণি হাওয়া বইছে বেশ।বিপদের অশনি
সংকেত পেয়ে গণ্ডারের মতো ছুটছে যেন
দুঃসময়।তার চলন দেখে লাগছে ভয়।
বজ্জাতটার পায়ের লাথিতে সেই বোতলটা
মুখ থুবড়ে পড়ে আবার চলছে গড়িয়ে।
বোধ হয় খুলে যাচ্ছে তার ছিপি।ভাবি
আবারও সে শুরু করবে কি বেয়াদপি ?