ভোরের বেলা  চলছে খেলা    
        নানান ঘরে
খোকারা ঘুমে  স্বপনে চুমে
        সেই প্রহরে।


খোকা কে রেখে  দিক বিদিকে
        মায়েরা কাজে
দাই মা বসে   খোকার পাশে            
        মায়ের সাজে।

খোকার ভার   রইলো তার
        সকল দিকে  
খোকাটি জেগে  দিক বিদিকে
        খুঁজছে মাকে।


দাই মা তাকে  বেশ সোহাগে
        ভোলাতে রত
জাগে না যেন  তার কখনো  
         মনের ক্ষত।


লালন করা    তার প্রহরা
         দেখছে সব
সোহাগ দিয়ে  দেয় ভুলিয়ে
         তুললে রব।


মন ভোলানো  যায় কখনো
         বিশেষ ছলে?
মায়ের হাসি   হয় না বাসি
        কোনও কালে।


সারাটা ক্ষণ   খোকার মন
         ভুগছে জ্বরে
খুঁজছে মাকে  সকল দিকে    
        মনের ঘোরে।


না পেয়ে মাকে  দিক বিদিকে    
         হয় সে রোখা              
মনের মাঝে  সকাল সাঁজে
        লাগছে সেঁকা।


দিনের শেষে  জননী আসে
        মন ভোলাতে
এসেই বসে  খোকার পাশে
        পুতুল হাতে।          


সোহাগ দিয়ে   বেশ সদয়ে    
       দেয় সেটা কে
খোকা সবলে  দেয় গো ফেলে
        পুতুল টাকে।


মন ভোলানো  যায় কখনো
         পুতুল দিয়ে
বছর ভর    উঠলে জ্বর
        যায় সে মিয়ে।

তোর খোকাকে   টাকা কড়ি কে  
        দাঁড়ি তে তোল
ভার টি বুঝে    বেশ সমঝে
        ভেবেই চল।