শিশুর ভাষা    খুবই খাসা
       জানে শুধু মাতা
জগত জুড়ে    চলছে ওরে
      মায়ে পোয়ে কথা।


সব দেশেতে   এক ভাষাতে
       শিশু কথা কহে              
শিশুর ব্যথা   মায়ের কথা
      বোঝে ওই দোহে।

এই ভাষাটি    মরমে গাঁথি
      করে দেয়া নেয়া
ভাবনা তরী    দেয় গো পাড়ি
      বোঝা বহে খেয়া।


মনের মাঝে    সকাল সাঁজে
      জ্বলে ভাব দিয়া          
তার সলতে    উসকে দিতে              
     জেগে থাকে টিয়া।