ও গিরগিটি বারেবারে তুই কত রঙ করলি বদল
দেখছি সেটাই অবাক হয়ে
এসব দেখে ভেবেছি এ জীবন এতো সহজ নাকি      
যা করবি সব সইবে গায়ে?


ক্ষণে ক্ষণে সে কাজ করলি বলে যায়নি তোকে চেনা  
থেকেছিস তুই নির্ভাবনায়
ভাবলি বটে যাকে তাকে ধরে গিলে খাওয়াও যায়
তোর বিবেকে কি দিচ্ছে সায়?


সে কাজে তোর ভাবনা যে ভুল বাড়ছে দেনা
সেটি আজও তুই ভাবলি না
এভাবে তোর সারাজীবন কেটে যাবে ভাবলি বটে
সে যে হবার নয় বুঝলি না।


ভাবিস যদি বিপদ এলে পালাবি তুই ঝোপে ঝাড়ে
ঝেড়ে ফেল তোর সে ভাবনা
সারাজীবন করলি কী তুই বুঝবি যখন দেনার দায়ে
পালাতেও পথ পাবি না।
  
ও গিরগিটি বিপদকালে বুঝবি যাদের করলি ক্ষতি
কেউ তোকে তো ছাড় দেয় না
সবাই এসে তেড়ে ফুঁড়ে ধরবে যখন হাতে নাতে
তখন কেঁদে কূল পাবি না।


বুঝবি তখন রঙ বদলেও এ সমাজে বাঁচা যায় না
এ কাজে নেই কোনো কদর
ওরে জীবন নিয়ে তুই আর ছিনিমিনি খেলতে যাস না
সে পথ আজই পরিহার কর।