দেখেছি স্বপনে রাজপথ ধরে বীরদর্পে ক'জন আগুয়ান
তারা তাদের জাতি ও ধর্মের অস্তিত্ব রক্ষায় সমর্পিত প্রাণ
জাতি ও ধর্মকেই তারা দিতে চায় সর্বাধিক প্রাধান্য
রক্ত দিয়ে রক্ষা করতে সচেষ্ট জাতিস্বত্তা ও ধর্মের বিধান।

ভেঙেছে ঘুম, ভেবেছি বিভিন্ন মানুষের দৃষ্টিভঙ্গি হবেই ভিন্ন,
যে কেউ দিতে পারে নিজ ধর্ম ও জাতিকে সর্বাধিক প্রাধান্য।
থাকতেই পারে সে নিজের দৃষ্টিভঙ্গি ও বিশ্বাসে অটুট
ভাবতে পারে মৌলিক চাহিদা জাতিস্বত্তা ও ধর্মের চেয়ে গৌণ।

যে যাই ভাবুক পৃথিবী সকল মানুষের জন্য সন্দেহ কি তাতে,
সকলেই লক্ষ্যে অবিচল থাকুক সম্প্রীতিতে যেন বিঘ্ন না ঘটে।
সকলের মধ্যে সম্প্রীতি বজায় রাখাই হোক মূল লক্ষ্য
আর যেন হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি না হয় কোনমতে।

নিজ জাতি ও ধর্ম রক্ষায় যে যত খুশি সচেষ্ট হতে চায় হোক!
মনে ইচ্ছা জাগলে মন্দির মসজিদ গির্জায় গিয়ে মাথা ঠুকুক।
ভেবেছি সেই সামর্থ্য হারিয়ে যাবে নাতো পেটে পড়লে টান?
ভাবতো যদি সবাই আগে বাসস্থান ও নুন-পান্তার ব্যবস্থা হোক।