বললেন বৃদ্ধ তাদের দু’জনকে ডেকে
শোনো, ক’দিন এদিকে মোটেও আসিনি
যে কথা তোমাদের বলার ছিল, সেও বলা হয়নি,
না-বলা সেকথা পেটে পাক দিচ্ছে গতকাল থেকে।
বলি, হলেও দু’জনে একে অপরের সৎ ভাই
এমন তো ছিল না তোমাদের মুখ দেখাদেখি নাই।
বেশ তো ছিলে একসাথে
খাওয়া দাওয়াও করতে এক পাতে
সেদিন হঠাৎ এমন কী হলো
বিবাদ বহুদূর গড়ালো?
তোমাদের কেউ কি করেও ভুল
বোঝোনি কোথায় বেঁধেছে গোল?
কেন কেউ আক্রমণ করলে ভিমরুলের মতো
অন্যের উপর একেবারে অতর্কিত?
ফলে কে জানে, কার বুকে বিঁধলো কতটা হুল!
আর যে যার অবস্থান থেকে সরতে চাওনি একচুল।
ভুল তো কারো হতেই পারে
মনোমালিন্য হয় না ঘরে ঘরে?
তাই বলে জড়াবে এমন বিবাদে
চারদিকে হবে সোরগোল?
ভাবোনি নিজেদের গুনতে হতে পারে ভুলের মাশুল?
জ্যোতিষীরা বলে, কত কী ঘটে নাকি গ্রহ বৈকল্যে।
কে জানে, কী ভেবে নায়েব মশাইকে ডাকলে
তোমাদের এই বিবাদ মিটিয়ে দিতে
উভয়ের উপস্থিতিতে সালিশি সভাতে।
ভালো হতো নাকি নিজেরা দু’জনে আক্রোশ ভুলে
এক স্থানে বসে এই বিবাদ মিটিয়ে নিলে?
দেখবে এসো, কী জানি হঠাৎ এমন হলো কী?
শো শো শব্দে এদিকে ধেয়ে আসছে বাতাস,
আকাশে বইছে মেঘের বন্যা
সে যেন কারো কোনও বাঁধন মানে না
ঝড় ওঠার প্রবল সম্ভাবনা দাঁড়ালো কি?
কে জানে, এমন দৃশ্য দেখেছে কে, কবে!
বললেন বৃদ্ধ, কে জানে, আরও কত কী দেখতে বাকি।
শুনতে পাচ্ছো, মেঘ ডাকছে গুরুগুরু
এই তো সবেমাত্র শুরু,
অতি দ্রুত পট পরিবর্তন হচ্ছে যেভাবে
কী জানি, পরিস্থিতি কোনদিকে গড়াবে।