বলছে খুকি,ওরে!একটু দাঁড়া।
ভাঙ্গতে পারিস যা খুশি তাই
নিজের দু’হাত ছাড়া।
বলছে হেসে,শখের বশে আজ
ইচ্ছা ঘুড়ি কে উড়িয়ে দিয়েই
মুখে শিষ দিয়ে এই বিশ্ব কেও
গুঁড়িয়ে দিতে নেই মানা।দিনের
আলো যখন হার মেনেছে এই
সময়ে,লিখবে কে আর এখন
হিসাব খানা?বলি ,এই ঘোর
অন্ধকারে গণেশ ঠাকুর আছেন
কানা।
বলছি তাই,ভয় কী আর এবার
লোক লজ্জার?এ ঘোর আঁধারে
ঘুচে যাবে মুখ দেখানোর সব
দুর্ভাবনা।