বলবো কী তথ্য-তল্লাসে কাকাতুয়া সদা
ব্যস্ত। এ কাজে চরকির মতো বনবন করে
ঘুরে বেড়ানোও এখন পরিণত হলো তার
অভ্যাসে।
সেদিন সে দেশ-বিদেশ থেকে ঘুরে এসে
বসলো আমড়া গাছে। তারপর? গড়গড়
করে যা শোনালো সে সব যেন উপলব্ধি
করাও দুষ্কর।
বললো পাখি দেখেছে সে, ‘কোথায় নাকি
শিক্ষাঙ্গনের জন্য শিক্ষকদের নির্বাচন ছিল
ভারী চমৎকার!যাকে বলে প্রহসন।
পরীক্ষা না দিয়ে কিংবা সাদা-খাতা জমা
দিয়েও অজ্ঞাত-কারণে অজস্র পরীক্ষার্থীর
শিক্ষক হিসাবেই নির্বাচিত হতেও নাকি
কোনোও বাধা হলো না’।
তাদের সাফল্যের চাবিকাঠি? সে নিয়ে
নাকি এখন চলছে ব্যাপক তল্লাশি?
বললো পাখি, ‘বলা দুষ্কর, শেষ অবধি
সে দেশে দুধে-গোয়েন্দারা অপরাধীদের
খুঁজে পাবে কি? সে দেশে আগেও এমন
অজস্র নজির আছে বৈকি, যে ক্ষেত্রে তারা
তন্নতন্ন করে খুঁজেও পায়নি অপরাধীদের
হদিস।
তদন্ত রিপোর্ট? বলার অপেক্ষা রাখে কি
সেটি তখন বিশ বাও জলে?
দেখেছি কাকাতুয়ার যেন খুব মাথা ব্যথা
হয়ে দাঁড়ালো। মাথাও ঝাঁকালো।
তারপর বললো পাখি, ‘সে দেশে সে সব
শিক্ষকদের উপরেই বর্তালো কারিগরের
মতো ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ গড়ে
দেওয়ার মতো গুরুদায়িত্ব।
তখন ভেবেছি বৈকি, শিক্ষকরাই নিজেরা
দৈন্যদশায় ভুগলে শিক্ষার্থীদের সঠিকভাবে
শেখাবে কী?’
বললো পাখি, ‘সে দেশটা অচিরেই ঢেকে
যাবে নাকি একেবারে অশিক্ষার অন্ধকারে?
শিক্ষার্থীদের মূল্যায়ন কেমন হবে সে কথা
ভাবলে জ্বর আসবে, বৈকি।
ভাবিয়ে তুললো পাখি, প্রশ্নপত্রে প্রশ্নগুলো
হয়তো হবে ভুলে ভরা। যদি সঠিক উত্তর
নির্বাচন করে কেবলমাত্র টিক চিহ্ন দিয়ে
সেই উত্তর চিহ্নিত করতে বলা হয় তখন
যারা বুঝবে প্রশ্নগুলো ভুলে ভরা, অর্থহীন
তারা করবে কী?
তারা নিশ্চিত ভুগবে দিশাহীনতায়। কোথায়
টিক চিহ্ন বসাবে? তখন তাদের তো ভিরমি
খাওয়ার যোগাড়, আর যে সব পরীক্ষার্থীরা
সেটুকু উপলব্ধি করতেও পারবে না, তারা
হয়তো উত্তর দেবে মনগড়া।
শিক্ষক মহাশয় ভুল শেখালে পরীক্ষার্থীরা
তার পদাঙ্ক অনুসরণ করে ভুল উত্তরেই
টিক চিহ্ন দিতে পারে। নয়তো তারা জমা
দেবে সাদা-খাতা।
বললো পাখি, ‘এমন দশা হলে মূল্যায়ন
শেষে পরীক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতেও
উত্তরণ ঠেকাবে কে? পরীক্ষক তাদেরকে
নির্ভাবনায় পূর্ণ নম্বর দেবে নাকি? কেননা
প্রতিযোগিতার দৌড়ে সে ও যে এভাবে
চূড়ান্ত সাফল্য পেয়েছে।
পাখির ডানার ঝাপটায় তখন হলো যেন
শিহরণ। সে দেশের অদৃষ্টের বার্তা তখন
যেন কানে এলো।
মেঘের অন্তরাল থেকে কে যেন শোনালো
‘সে দেশে এ ধারাটি গাণিতিক চক্রবৃদ্ধির
নিয়মে চলবে বহাল তবিয়তে যতদিন- না
সে দেশ সাগরে সাঁতার কাটার ব্যর্থ প্রচেষ্টা
চালানোর পরে তার সলিল সমাধি হবে।