অতীতে ফিরেছি ইতিহাস ঘেঁটে
কল্পনায় রাত্রিতে সাঁতার কেটে।
পৌঁছে-গেছি এক মুনি র আশ্রমে    
ঘন অরণ্যে এক কল্পিত ধামে।
  
সেথায় দেখেছি যাগ যজ্ঞে মেতে    
শত সহস্র পশু কে বলি দিতে।
আরাধ্য দেবতা কে তুষ্ট করতে
‘নর-বলি’ও দিতে গহন রাতে।
    
যূপ-কাষ্ঠে বলি-দত্ত র মুখ খানা    
বিবর্ণ দেখা তো মরণ যন্ত্রণায়।
ওরা করতো অবিরাম চিৎকার
তবু পেত না বাঁচার অধিকার।
    
আজ নবরূপে বহে সেই ধারা
প্রতিদিন কাজ হারায় মজুরেরা  
দুঃখে কষ্টে নুয়ে পড়ে সর্বহারা  
স্বপ্ন ভুলছে শিক্ষিত বেকারেরা।


নির্ঝরে ঝরে ওদের দুঃখ-বেদনা
আছে কি কোন বাঁচার সম্ভাবনা?