সেজ বাতিতে তেলের অভাব,দপ দপ করে    
জীবন যন্ত্রণায়,দুঃখে কষ্টে মাথা কুটে মরে।
ভাবে সে,পুষ্টির অভাবে তিলে তিলে ক্ষয়
হয়ে মরবে কি এই ঘন নিবিড় অন্ধকারে?
নাকি বাঁচবার প্রচেষ্টায় ক্ষুন্নিবৃত্তির দাবীতে    
সে জীবনের ঝুঁকি নিয়ে নামবে রাজপথে?
  
হায়েনার ভয়,নেকড়েও পথে করছে বিরাজ
নিরীহরা ক্লান্ত,হাঁপায় আজ,ফেলছে দীর্ঘশ্বাস।
প্রকৃতির ভারসাম্য ও বিপন্ন,আজ বিশ্বজুড়ে
আপামর জনগণ পড়ে আছে গ্যাস চেম্বারে।
বৃক্ষাদিও আজ ফলবতী হতে ভুলতে বসেছে
দস্যুদের নির্মম অত্যাচারে,চূড়ান্ত অবিশ্বাসে।  


জনতা যাদের ঠাঁই দিয়েছে মনের বিশ্বাসে    
তারাও প্রতিনিয়ত বানরের মতো লাফিয়ে
বেড়ায় গাছের ডালে ডালে।লোভ লালসায়
সকল অঙ্গীকার ভুলে সন্ধি করে নির্দ্বিধায়।
কাণ্ডারি,সেও জন পরিসেবা ছেড়ে নেমেছে
ভোগের অধিকারে।চেয়ারটা ঘুরিয়ে বসেছে।      


স্নিগ্ধ সমীরের পথ অবরুদ্ধ,আলো ভুলতে    
বসেছে গতিপথ।দীপশিখাটি করছে দপদপ।    
নিভে যাবার আগে হয়তো সে শেষ বার
দাউ দাউ করে জ্বলবে,করবেই ছারখার।    
সরে দাঁড়াও বামে কিংবা ডানে ফুটপাথে
যারা আজ দখল নিয়ে রয়েছ রাজপথে।

বিশ্ব বাঁচাতে নিরীহ জনগণ নামছে পথে
‘বিশ্ব বাঁচাও’ধ্বনিত হবে সেই জনস্রোতে।