বিন্দু বিন্দু বিষাদ
জাঁকিয়ে বসেছে গৃহিণীদের চোখে মুখে
অভুক্ত স্বামী পুত্র পরিবার দু’মুঠো অন্নের
জন্য তাকিয়ে আছে তাদের মুখের দিকে।
রান্নার গ্যাস সিলিন্ডার ফাঁকা
ইতিমধ্যে বহুবার হয়েছে গন্ধ শোঁকা
প্রত্যাশা পূরণে অপারগ তারা।
সুখের আশায় বাঁধ দিয়ে গ্যাসের মূল্য
শঙ্খচিলের ডানায় চেপে কালো মেঘের চূড়ায়
পৌঁছে হয়তো এখন সুখ নিদ্রার অপেক্ষায়।
গৃহস্থদের কর্মসংস্থানে অনিশ্চয়তা, অর্থ অকুলান
গ্যাস কিনতে হাতে লাগছে ছেঁকা।
কেনার অক্ষমতায় ঘরের খুঁটিতে ঠুকছে মাথা।
ঘরে ঘরে অরন্ধনের দশা
আরশিতে গৃহিণীদের বিষাদের কালো ছোপ!
দেখো,সমাজপতিদের করছে বিদ্রূপ!
বিদিশায় গ্রাম্য রমণীরা পা বাড়াচ্ছে
ঝরা পত্র-বাকলের খোঁজে বনে জঙ্গলে
তাদের কপালের ভাঁজে ভাঁজে জমছে অশ্রুবিন্দু।
ক্রমাগত রবার গাছ থেকে নির্গত আঠার মতো
ফোঁটা ফোঁটা করে ঝরে গড়ছে বিষাদ সিন্ধু।