যদিও সে একা,
চললো অভিযানে
আঁকাবাঁকা মেঠো পথে
সামনে আরও অনেকে।
কোথাও সে পথ সোজা ও পরিপাটি,
দু’পাশের প্রাকৃতিক দৃশ্যও মনোলোভা!
কোথাও পথ একটু বাঁকা  
কিবা একটু চড়াই উতরাই
তবু মানিয়ে চলতে বাধা নাই।
কোথাও সে পথ ক্ষতবিক্ষত
কিবা চড়াই উতরাই,চলা দুষ্কর
পথের বাঁকে এলে বিপদেরও আশঙ্কা।
এ পথ কোথাও বিচ্ছেদের মুখোমুখি  
সাঁকো দিয়ে জুড়েছে বিভক্তি
টলোমলো সেও।
সেটি পেরোতে গেলে মনে ভয়,
কী জানি,কখন কী হয়!
তবু সেটিও পেরিয়ে যেতে হয়
বৈচিত্র্যে ভরপুর এ পথ।
নয়তো,এ অভিযানে মজা কিসে?
এই তো জীবন।