সমগ্র বিশ্ব ঘুরে এসে সেদিন সাঁজ বেলায়  
কাকাতুয়াটি এক সজনে গাছে বসে বিজ্ঞের
মতোই বলে গেল বিশ্বের উন্নত দেশ গুলির
উন্নয়নের গুপ্ত রহস্য।
দেখেছে সে বিশ্বের সামগ্রিক উন্নয়নের মূল
কারিগর শ্রমিক ও কৃষকেরা নিজেদের ঘাম
ঝরা শ্রমের বিনিময়ে সকল যুগে ই উন্নয়ন
ঘটিয়েছে বিশ্ব জুড়ে।
দুঃখের সাথে আরও বলে গেল,এই কথাগুলো
বোঝেনি শুধু কিছু লক্ষ্মীছাড়া।ওরা চিরকাল
ভুল করেছে এই মানুষদের নিজেদের অমূল্য
সম্পদ না-ভেবে।
কাকাতুয়া দেখেছে তারা ম্যাজিশিয়ান সেজে
জনতাকে দারিদ্রমোচনের খেলা দেখাতে এসে
বেকারত্বের সুযোগে স্ব-দেশের এই মানুষদের
কাজে লাগাতে চেয়েছে তাদের সার্কাসের দলে
জোকার হিসাবে।
কাকাতুয়া জানালো দিশাহীন ম্যাজিশিয়ানরা
কখনো করতে পারেনি সম্পদের সৃষ্টি কারী
এই সব মানুষদের জীবন জীবিকার কোনো
সুরাহা।বরং ভ্রান্তির বশেই তারা নিয়ত এই
অমূল্য সম্পদগুলিকে করেছে হাতছাড়া।
সে আরও বলে গেল এই সুযোগ হাতছাড়া
করে তারা জনতার দরবারে প্রমাণ করলো
নিজেদের অদক্ষতা।
কাকাতুয়া দেখেছে তাদের ব্যর্থতায় ঝোলা
কাঁধে নিয়ে নিজেদের আত্মীয় পরিজনদের
ছেড়ে বেকার শ্রমিকেরা জীবিকার তাগিদে
বিভূঁই-এ চলে গেছে কাজের খোঁজে।
সেই সুযোগে উন্নয়নমুখী রাজ্য ও রাষ্ট্র গুলি
দুহাত বাড়িয়ে স্বল্প মজুরীতে তরল সোনার
মতো বয়ে আসা সেই সহজ লভ্য পরিযায়ী
শ্রমিকদের সাদরে গ্রহণ করেছে।
কাকাতুয়া বলে গেল দেখে এসেছে সে এই
শ্রমিকেরা নাকি স্বপ্ন দেখতে ও ভুলে গেছে।