শুনতে পেলে বারমুডা ট্রায়াঙ্গেলে খুব ভয়  
থাকতে পারে দৈত্য দানব, অনেকেই কয়!
সেথায় পাতালপুরীও হয়তো থাকতে পারে
এ ভাবলেই ভয়ে কাঁপন ধরে সারা শরীরে।


তবুও তাই বলে ক’জন চুপ থাকতে পারে?
জাহাজডুবির খবর পেলে মন থাকে ঘরে?
অতলান্তিকে জাহাজডুবির কাকাতুয়া সাক্ষী
খুব কাছ থেকে সে এ ঘটনা দেখেছে নাকি।
  
বললো পাখি সেটি অস্বাভাবিক ঘটনা কি?
সেথায় জাহাজ ডুবি? খুব স্বাভাবিক বৈকি!
বারমুডা ট্রায়াঙ্গেলে কেউ ছাড় পায় নাকি?
দেখবে, এ শেষ নয় ঘটবে আরো কত কী।


দেখেছে পাখি মরছে মানুষ জলে ঝাঁপিয়ে
মর্মান্তিক ঘটনায় কেউ আবার মরছে ভয়ে
ভাবছো নাকি উদ্ধারকারী দল করছে কী?
বলছে পাখি ঔৎসুক্য দেখিয়ে করবে কী?


ভাববে যত ভাবনাগুলো যাবেই মাঠে মারা
চিৎপটাং হলেও ভয়, ভাঙ্গে যদি শিরদাঁড়া!
বরং সেই ভালো উৎসাহকে দাবিয়ে রেখে
মুখে কুলুপ এঁটে এ সময় ঘরে বসে থাকো।