ফিসফিস করে লোকজন কী যেন
করলো বলাবলি!
তারপর?
চারিদিকে শুরু হলো গুঞ্জন।
শুনেছি,নেতারা আবারও খেলবে এখন!
তৈরি সব আয়োজন।
একথা শুনে ভেবেছি,দোষ কি তাতে?
তবে,এবার জনগণ করবে কী?
এযাবত গ্যালারীতে বসে বসে তাদের
হাঁটু ও কোমরে তো ব্যথা হলো!
এরপরও দর্শক হয়ে বসে থাকবে নাকি?
ভাবছি,কেমন হবে তারাও এবার
মাঠে নামলে ম্যাড়ম্যাড়ে ভাব ছেড়ে।
শুধু নেতারা খেলতে নামায় এযাবৎ
ক্যাচ মিস,হিট উইকেট,ওভার থ্রো
এসব ঘটনা ঘটছে খুব।
হয়তো,খেলায় তারা অপটু ছিল!
তারা যখন খেলার মান ধরে রাখতে
পারেনি,
তাহলে জনগণ ক্রিকেট খেলার সব
সরঞ্জাম-ব্যাট,বল,উইকেট ও স্ট্যাম্প
নিয়ে শক্ত হাতেই খেলার হাল ধরতে
নামলে ক্ষতি কী?