কোথায় আছিস ‘বউ কথা কও’? দিস না কেন রে সাড়া?    
এ ডাক শুনেও লুকিয়ে আছিস কি পাখি গাছের মগডালে?
কেন রে উড়ে গিয়ে সটান ঢুকতে যাস তোর বদ্ধ খাঁচায়?
তোর এ কাণ্ড দেখে ভেবে মরি আর থেমে থাকা কি চলে?


যদিও তোর দেখা পেলাম দু'য়ে আলাপচারিতা হলো কৈ?
সে সাধ মেটাতেই না-ছুটে পারি না যে তোর পিছে পিছে
কোথায় থাকিস?যাপন কেমন? খোঁজ না-নিলে কি চলে?
ভেবেছি তোর সাথে আলাপ না-জমালে বেঁচে থাকা মিছে।


বাঁচার রসদ খুঁজতে গিয়েই যাচ্ছি রে পাখি তোর ডেরায়
হলো কী? কেন রে তুই বসে পড়লি এ তোর বদ্ধ খাঁচায়।
ও রে, তুই রইলি এই খাঁচায় বন্দী, আমি খাঁচার বাহিরে
জালের ফাঁকে মুখ বাড়িয়ে গপপে দিবি কি রে তুই সায়?


তোর সায় যদি পাই রোজ করবো দু'য়ে মধুর আলাপন
ভাব জমলে সুযোগ পেলে জুটি বেঁধে বনে দেবো পাড়ি।
ভিন প্রজাতির হলেও কী গড়বো দুজনে সুখের সংসার
বাঁধন টুটবে? তেমন দশা হলে ফিরবো যার যার বাড়ি।