কবি নই কবিয়ালও নই
     অতি সাধারণ একজন
কাগজ কলম নিয়ে বসে
     ভাবছি কী লিখি এখন!


অনেক ভাবনার শেষে
     এ লেখা স্বভাবের বাড়া
ভিজা-কাঠে অগ্নিসংযোগে
     যেন সে ফুলকি হারা।


হয়তো কালো ধোঁয়া
     চোখে ঝরাবে অশ্রুধারা,
হয়তো অনেক পাঠকের
     মগজে ধরাবে ও পীড়া।


বিনা অপরাধে পাঠককে
     কষ্ট দেওয়া কি সাজে?
তাই বলি ফেলে দিন
     লেখাটা হয় যদি বাজে।


জিজ্ঞাসা যেসব উঁকি মারে
     রাখি তাদেরই গুটিকয়
পাঠক দেবেন অভিমত
     মনে সাধ যদি হয়।


আদি হীন অন্তহীন ব্রহ্মাণ্ডের
     সৃষ্টি স্থিতি ও প্রলয়ের
গুপ্ত রহস্যদের নিয়ে
     জর্জরিত এই লোকালয়।


এসব কুট প্রশ্ন নিয়ে
     অযথা কালক্ষেপ কিনা?
‘ব্রহ্ম’বহমান তরঙ্গ-প্রবাহ
     ভাবতে কি আছে মানা?


বিতর্ক চাই,না চলবে
     আঁধারে অচেনার খোঁজ
গবেষকরা নিশি যাপন
     করবেন কি রোজ রোজ?


ভাবি,অনাদি ব্রহ্ম হতে
     আদি-কণা এলো কিভাবে?
'ব্রহ্ম' অনাদি না-হলে
     আগে কী ছিল স্বভাবে?