শিল্পী ! কথা ছিলো,ক্যানভাসের বিবর্ণ চিত্রের
মূল বিষয় ভাবনা অক্ষত রেখে
রঙ তুলিতে আবারও রাঙিয়ে
ফুলে-ফলে সুসজ্জিত বাগিচা গড়বে ।
বাতাসে ভাসমান ফুলের গন্ধে মাতাল
মৌমাছিরা গুণ-গনিয়ে গান গেয়ে এসে বসবে সেথায়।
ওদের ব্যস্ততা খুব, মধু সংগ্রহ করে ফিরতে হবে ঘরে ।
দেখবো, জুটি বেঁধে উড়ছে বর্ণময় প্রজাপতি,
ভাসছে প্রেমের জোয়ারে।
শিল্পী !বড্ড দেরী হলো কাজে ।
দেখছি এখন ক্যানভাসটাই যাচ্ছে ছিঁড়ে,
যার উপর বাগিচার চিত্রায়ন করতে চেয়েছিলে।