ঝড়ের আবহে সুদীর্ঘ পথ হেঁটে বাড়ি ফিরে
ক্লান্ত শরীরে তন্দ্রা বেশে শুয়ে আছি দুর্যোগের রাতে
ঝড়ের দাপটে বন্ধ দরজাটা খুলে যেতেই
এক চঞ্চল ঘোড়াকে ছুটতে দেখেছি মানস পটে।
লাগাম ছাড়া ঘোড়াটার পিঠে এক থলি
রাত জাগা পেঁচারা করছে বলাবলি
কাকের বাসায় রক্ষিত কোকিলের ডিম  হয়তো আছে তাতে
চোর ধরার লাগে তাই ওরা রোজ জাগে রাতে।
সে নাকি আস্তাবলে রক্ষিত সামগ্রী লন্ডভন্ড করে
চোরের মত পালিয়েছে এই ভয়ানক ঝড়ে
দেখেছি লাগাম ছাড়া ঘোড়াটা সহিস এর ভয়ে
ছুটে চলছে নিরাপদ আশ্রয় খুঁজে নিয়ে
উন্মাদনার ছুটছে সে এদিকে-সেদিকে
সহিস আলো নিয়ে পলাতক কে খুঁজতে বেরিয়ে
টর্চের জোরালো আলোয় দূর থেকে চারিদিক দেখে
দ্রুততার সাথে ছুটে এসে চাবুক কষালো তাকে।