তাকালে দেখি মেঘবালিকা
ঠোঁট গুলো তার দুখে বাঁকা
গাল ফোলাল মানুষ দেখে
মুখ ফিরিয়ে চললো বেঁকে।


পড়নে তার কাজলা শাড়ি  
আঁচল খানা উড়ছে ভারি
দেখতে তাকে লাগছে বেশ
তার রূপের নেইকো শেষ।


এই বালিকার সিঁথি বাঁকা
মাঝে মাঝেই মিলছে দেখা  
অশনি ঝরছে তার থেকে  
শিশুরা কাঁদে ঝলক দেখে।


মেঘ বালিকা খুব চপলা    
তাইতো রবির গায়ে জ্বালা
তাকাল যেই মুখের দিকে    
কাঁদছে বালিকা সেই থেকে।


ভয় পেয়ে ই ছুটছে মেয়ে
এক গামলা মাথায় নিয়ে
তাতে রয়েছে অঢেল জল
দুখে তার চোখ ছলছল।


দু দিকে তার বিরাট ডানা  
সুদূর যেতে নেইকো মানা
বলি,দেখতে ভালো প্যারিস  
দুখ ঘোচাতে যেতে পারিস।