তারও একটা জগত ছিল
একটা সুনীল আকাশ ছিল
ওড়ার লাগি দুটি ডানা ছিল
একটা সুন্দর মন ছিল।


সুনীল সাগরে পাড়ি দেবার
একটা মজবুত তরী ছিল
হালটাও বেশ সুঠাম ছিল
তাকে বুকে জড়িয়ে রেখেছিল।


কালবৈশাখী আড়চোখে দেখে    
ছুটে এসেই ছিঁড়েছে ডানা
তরীকে দিলো সলিল সমাধি  
কৃষ্ণসাগরে তার ঠিকানা।


বিধবা বিবাহে ছুৎমার্গ      
আজও দেখি ঘোচেনি বিরাগ।
নবজাগরণ হলো কাগজে
প্রসার ঘটেনি এই সমাজে।