হয়তো
খেয়েছি বা খাওয়ানো হয়েছে আফিং
নেচেছি আনন্দে তাক-ধিনা-ধিন...
সবই ঘটলো জ্ঞাত কিবা অজ্ঞাতসারে
বুঝিনি তখন সে মাদকতা কী করতে পারে!
আজও সে নেশা কাটেনি
সে নেশায় টানছি কলের ঘানি!
বুঝিনি ধর্মের সাথে রাজনীতি সম্পৃক্ত হলে
কিবা জাতপাতের সাথে রাজনীতি গুলে খেলে
সমাজের বন্ধ্যত্বও ঘটতে পারে।
হায়রে, যা থাকার কথা ছিল দোর-বদ্ধ ঘরে
পূজিত হতে পারতো কেবলই মনোমন্দিরে
তাকে ধরে তুলে এনে স্থান করে দিয়েছি আস্তাবলে!
সে মাদকতায় ছুটছে রেসের ঘোড়া।