মেঘেরা ভাসছে আকাশে    
ভয়ানক ঝড় উঁকি দেয় সরসে।
পাকা ফল ঝুলছে গাছে
ওরা যেন সবাই মজলিশে মজেছে।
নির্ভয়ে দুলছে হরষে
ভয় ভুলে গেছে অতিশয় সাহসে।
চলে আসে মাটিকে ছুঁতে
হাতটিকে বাড়ালেই যেন মুঠোতে।
ছুটে চলো সম্মুখ পানে
কতিপয় নাবালক রয়েছে সামনে।
ছুটছে গো ফলের টানে
লালসার বসে সমুচিত লগনে।
পা বাড়াও তাদের ভিড়ে
টপকাতে হবে শিশুদের সবারে।
হাতটিকে দিয়ো বাড়িয়ে
থেকো নাকো এক রতি ভুলে দাঁড়িয়ে।
ধরা চাই সবার আগে
সংঘাতে পিছিয়ে পড়ার আগে ভাগে।