শ্যামলের হাতছানি দূরে ঠেলে    
যে নদীটি এগোয় দম্ভের বলে
মরু-পথে,অলক্ষ্যে,সাথীদের ভুলে
জানে না কী আছে তার ভালে।


বিস্মৃতির আগে ছিল সে মানী
সম্মুখে এখন করালের হাতছানি,
ক্ষণিকে শুকবেই নদী জলধারা
আছে অমানিশার প্রাচীর খাঁড়া।


তখন পাশে থাকবে কোন মানী
কষ্ট সহে যোগাতে বিশল্যকরণী?
সেসব ভাবনা কষ্ট-কল্পনা মাত্র
বুঝবে তখন দম্ভের যন্ত্রণা রিষ্ট।