রেসকোর্সে গিয়ে দেখেছি মাঠে ঘোড়দৌড়          
প্রতিযোগিতার বিশাল আয়োজনে মিলেছে
সারা।প্রতিযোগী ঘোড়া গুলির জীবন পঞ্জী
ঘেঁটে বেলুনের মতো ফুলে বিত্তশালী হয়ে
ওঠার নেশায় দর্শক দের বাজি ধরা।


অচিরে ফুলুরির মতো কালো মেঘ-কুণ্ডলী
জমলো আকাশে।বজ্রনাদ সহ ভয়াল ঝড়
ছুটে এলো সেথায় অতিশয় আত্মবিশ্বাসে।
অশনি কেড়ে নিলো বহু যুদ্ধে জয়ী সেই
ঘোড়াদের প্রাণ।জকির নির্দেশ মেনে বীর  
শহীদের মর্যাদা দিয়ে ওদের নিয়ে গেল
শকট যানে।
শোক তাপে বিমর্ষ সব দর্শক ও জকিরা।
দুধের স্বাদ ঘোলে মেটানোর দশা কিংবা
চাষ আবাদে বলদের অভাবে ছাগল ধরে
আনার মতো ধরে আনতে হলো কতিপয়      
ভেড়া।
দেখেছি ওদের লোমশ দেহ গুলো মেদের
বাহুল্যে চলন শক্তি হারা।তবু সেই খেলা
পরিচালানোর দায়বদ্ধতায় তাদের নিয়েই
চালালো দৌড় প্রতিযোগিতা।