প্রগাঢ় বন্ধুত্ব, বোধ হয় তার কথা ফেলবে না এই বিশ্বাস ছিল
বিষবৃক্ষের বীজ রোপন করে তাতে জলসেচ দিতে বলেছিল
যেন চারা গজালে সেটি বেড়ে উঠতে পারে নির্দ্বিধায়।
ক’জন হাসিমুখে নিতে চায় তার রক্ষণাবেক্ষণের দায়?
বিষবৃক্ষ! সেটি পাঁচ কান হলে চারদিকে নিন্দার ঝড় উঠেছিল।

তুমি কর্তব্যপরায়ণ বটেই, কান দাওনি কারোর কোনও কথায়
নিন্দার ঝড় উঠলেও কী? সেসব উপেক্ষা করেছিলে নির্দ্বিধায়।
বেশি দেরিও হয়নি, বীজ থেকে অঙ্কুর বের হলো
তোমার সেবাযত্ন পেয়ে বেড়ে উঠতে শুরু করলো
ভাবলে বোধ হয় ছাগল এসে যদি চারাটিকে মুড়িয়ে দিয়ে যায়।

রক্ষণাবেক্ষণের দায় কাঁধে, গাছটিকে দরমার বেড়া দিয়ে ঘিরলে
যেন ছাগল চাইলেও তার মাথাটি গলাতে না পারে কোন কালে।
ঢালো জল সার, যেন চারাগাছটি মাথা তুলে দাঁড়ায়
তারপর সেটি বিষ ছড়ালেও তোমার কী আসে যায়?
বোধ হয় স্বস্তি পাবে এই সমাজকে চিতায় তুলে দিতে পারলে।