ওরে, দেখ রে ভেবে যা করেছিস ঢের
হলো। ভাবের ঘরে করিস না চুরি আর
কখনও। ফাঁকি দিবি রে তুই কোন জনে
মনে মনে?
ওরে, ভেবে দেখ তোর অলক্ষ্যে আছেন
কোন জনে? জেগে হরি! তোর এই দিন
গড়ালেও হলো কী? সেজন দেখে ঠিকই
তুই কখন করিস কী?
ওরে, সামলে চল। ভাবের ঘরে করিস না
আর চুরি। ভাব যা করেছিস, সে কারণে
ডুববি কিনা অথৈ জলে। ডোবার আগেই
তাঁর পা ধরে প্রায়শ্চিত্ত কর।