না না না,
তোমরা কেউ আর নিষেধ কোরও না।
আমি তাকে ‘দীনবন্ধু’ এ-নামে ডাকবো
এ-নামেই তাকে ডাকতে ইচ্ছা হয়
কেননা, হলেও তার দাবী অযৌক্তিক ,
হলেও জনগণের অর্থের অপব্যবহার
একটা প্রজন্ম শিক্ষাদীক্ষায় পিছলেও
তাদের জীবন ডুবলেও সলিলে,
ভালে বহু দুঃখ কষ্ট জুটলেও
যতই আঙুল উঁচিয়ে বলো না-কেন
সে বহু লোকের সঙ্গে করেছে প্রতারণা
তাদের কাছ থেকে বহু অর্থ রোজগার করে
গড়েছে টাকার পাহাড়
সে এটা হয়তো বোঝাতে চেয়েছে
প্রচলিত বিধি ব্যবস্থা ভঙ্গ করে যা খুশি করা যায়
এ ঘুণ ধরা সমাজ ব্যবস্থায়।
প্রতারিতদের জন্য অন্য কোনও চাকরীর দাবী নয়,
একেবারে শিক্ষকতার চাকরীর দাবীও করা যায়
মানবিকতার খাতিরে।
হায়রে, বুঝলে না সে আরও কী করতে পারে।
যাই বলো, সে যা করে দেখালো সেটিও কম কিসে!
এবার বলো, কেন তাকে ‘দীনবন্ধু’ ডাকবো না?