সেদিন স্বপ্নে সাক্ষাৎ ভগবানের
দেখা পেয়ে বলেছি তাঁকে, ‘ঈশ্বর,
আজ যে কথাগুলো বলছি শোনো-
বিগত দিনে তোমার কণ্ঠ নিঃসৃত
মিষ্টি-মধুর কথাগুলো ঝর্ণা ধারার
মতো বেড়িয়ে এসে যখন আমার
অন্তর ছুঁয়েছিল বুঝিনি তখন সেই
কথাগুলো পরে মিছরির ছুরি হয়ে
বিঁধবে শরীরে।
দেখেছি পরে তুমি কিভাবে মানুষের
স্বপ্নগুলো নিয়ে খেলেছ ছিনিমিনি।
মুচকি হেসে মীরজাফরের মতো
কত সহজে মানুষের বিশ্বাস ভঙ্গ করে
তাদের বুকে তীক্ষ্ণ ছুরি বসিয়ে দিতে
পেরেছ অতিশয় আত্মবিশ্বাসে’।
নিয়ত কত কী ঘটছে এই জগতে।
দেখেছি সাথে সাথে বাঁচাও, বাঁচাও
বলে আর্তনাদ করে উঠলো সেসব
ছিন্ন বসন পরিহিত হাড়-কঙ্কাল সার
কর্ম হীন অভুক্ত জনগণ।শুনেছি তার
অনুরণন।তুমি কি একবারও সেসব
শুনতে পেয়েছ?
দেখছি আজ তোমার কথাগুলো যেন
সমুদ্রের গর্জনের মতো শোনায়।যখন
তুমি মুখ খোলো,তখন সাথে সাথে
মানুষের বাঁচার ক্ষীণ আশাটুকু যেন
সমুদ্রের ফেনার মতো ভেঙ্গে হচ্ছে
চুরমার।ভাবছি,এসবের আছে কি
দরকার?
যখন শুনি, তুমি সকলকে আশ্বস্ত
করে বলছো অচিরে ঘুচবে সবার
দুর্দশা,তখন ভাবি আবারও তুমি
কেন মানুষের বিশ্বাসের আতুর ঘরে
অযাচিত দিয়েছ হানা?দেখি তোমার
সেই আশ্বাসের পরে বাড়ছে তাদের
জীবন যন্ত্রণা।
এখন নিঃশব্দে বেড়িয়ে আসছে যেন
সুদীর্ঘ নিঃশ্বাস।ভারি হচ্ছে বাতাস।
দেখছি মানুষের ক্ষীণ বাঁচার আশা  
মরিয়া হয়ে ছটফট করছে সাহারার
তপ্ত বালুকায়।আমি নিশ্চিত আগামী
দিনে এ সব লেখা হবে ইতিহাসের
পাতায়।