বিশ্বজুড়ে চলছে যেন মর্মস্পর্শী মৃত্যু-মিছিল।
পরপর ঢিল ছোঁড়া দূরত্বে প্রতিদিন দিনেরাতে
চলছে মৃতদের আত্মীয় পরিজন মৃতদেহগুলি
সৎকারের উদ্দেশ্যে।
দেশে বিদেশে বিগত দু’বছর এই মর্মবেদনার
দৃশ্য দেখতে অপারগ অগণিত সাধারণ মানুষ
ভয়ে কাঁপছে থরথর।
শিয়রে সংকট।মৃত্যুভয় তাদেরকেও তাড়িয়ে
বেড়াচ্ছে।তারা সকলেই দিশেহারা।
ভাবছো,চুপ করে বসে আছে কি এই নির্মম
হত্যালীলার কারণ সন্ধানীরা? না,মোটেই
নয়। দেখছে তারা এই কর্মকাণ্ডের পিছনে
ঘাতক শুধু করোনা নয়, মানুষও এ-কাজে
কম যায় কিসে?
হায়রে!একি দুঃসময়। বিশ্বব্যাপী করোনার
ত্রাসের পরেও ঘাতক মানুষদের ফিরছে না
হুশ। বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনও চলছে
মারণ যুদ্ধ? প্রত্যহ মরছে অসংখ্য সাধারণ
মানুষ।
ভাবি,মানবতা-বিরোধী মারণ যুদ্ধে পিষে
মরার চেয়ে করোনার অতিমারিতে মরলে
দুঃখ কিসে?