পাঁকাল মাছ
পাঁকাল মাছেদের পাঁক না-পেলে স্বস্তি কোথায়?
তাই খুঁজে বেড়ায় কোন মাটি কে পাঁক করা যায়।
বলো,গুঁতো দিয়েও এ-কাজ না-করলে কি চলে?
একবার পাঁকে ঢুকলেই ওদের চালচলন বদলায়।
                          
          জীবন যাবে জলে
ট্যাংরা মাছের কাঁটার ভয়ে মৃগেল তাকে এড়িয়ে চলে
গলাগলি করতে গিয়ে কে দুর্ভোগ ডাকে কোন কালে?
আহাম্মক গুলি ট্যাংরার ডাকে তার দিকেই যায় দেখি
ভাববে কবে কাঁটার ঘায়ে জীবন যাবে নাতো জলে?