অ-সহিষ্ণুতা দাপিয়ে বেড়ায়  
ফণা তোলে কেউটে সাপের মতো
শান্তিপ্রিয়রা সভয়ে কাটায়।


সুখে দুঃখে নিজেদের রাখে সংযত  
বিপদ বুঝে দূরে থাকতে চায়    
অ-সহিষ্ণু বিষ ঢালে নিয়ত।  


শান্তিপ্রিয়দের আজ বাঁচার দায়
অ-সহিষ্ণুতার আঁচড় লাগে        
সমাজের বুকে রক্ত ঝরায়।        


কেউটেও হার মানে আগেভাগে  
তপ্ত তপনের গাত্র জ্বলে    
হার মেনে ফোঁসফোঁস করে রাগে।
          
শান্তিপ্রিয়দের নৌকার পালে        
দুর্যোগ,কী জানি আছে কপালে?