শহর-গঞ্জে দুঃখ ভারি      হবে কখনো মহামারী    
                জঞ্জাল বাঁধাবে গোল    
উন্মুক্ত কতক ডাস্টবিন     আকাশ দেখে প্রতিদিন
                অখাদ্য তে পেট ঢোল।

লুপ্তপ্রায় বিধি-বালাই       প্লাস্টিকে নালা বোঝাই    
                বৃষ্টি-জলের ঠাই নাই      
এক-পশলা বৃষ্টি হলে      শহর ভাসে দূষিত জলে
                এই দৃশ্য দেখতে পাই।


বর্জ্য ঢোকে বসত ঘরে      মশা-মাছি থরে থরে
                রোগ ব্যাধি নিত্য বাড়ে
কারখানা গুলি বিষ ঢালে      যায় সব নদীর জলে
                নালা-নর্দমার সূত্র ধরে।


বিষক্রিয়ায় মৎস্য-সকল      সইতে পারে না ধকল
                ডোবে ওদের জীবন তরী
আন্ত্রিক রোগ খুব বাড়ে      চর্মরোগও ছড়িয়ে পড়ে
                চারদিকে তখন বাড়াবাড়ি।


ধৌত-কর্মের সফেন জল       রাসায়নিক বর্জ্য সকল
                ডেকে আনে দুঃখ ভারি
জনবহুল সকল স্থানে       শৌচ-কর্মের প্রয়োজনে  
                শৌচাগার আরও জরুরী।


পলি জমছে নদ নদীতে      বর্জ্য সকল সেই সাথে
                হারাচ্ছে ওদের নাব্য তা
জোয়ার-ভাঁটা লুপ্তপ্রায়      বর্জ্য গুলি যাবে কোথায়
                ভাবতে হবে সেই কথা।


দূষিত জলের নিষ্কাশন      বর্ষাতে খুবই প্রয়োজন  
                সে জন্য আছে বহু কল
রক্ষণাবেক্ষণ হচ্ছে কি     করতে হবে তদারকি
                কল যেন থাকে সচল।


বর্জ্য শোধনের যন্ত্র গুলি    অপ্রতুল বলতে পারি  
                আরও বেশি খুব জরুরী
মানব-সভ্যতা সংকটে     রুখতে হবে একসাথে
                নয়তো জুটবে দুঃখ ভারি।