' বুনো বাঁদরদের নিয়ে খেলা দেখানো ' ?
জানো, এ কাজ মোটেই সহজ নয়।
দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে দীর্ঘদিন
প্রশিক্ষণের প্রয়োজন হয়।
দেখেছো কি এদের প্রশিক্ষণের ব্যবস্থা?
শোনো, এ ব্যাপারে সুদক্ষ হলো ‘বাদশা’ ।
দেখেছি তাকে অতিশয় ক্ষুধার্ত কিছু বাঁদরদের
নিয়ে এই জটিল কাজ সহজে করে দেখাতে।
এতোই চমকপ্রদ তার প্রশিক্ষণ যে এ কাজের  
জন্য তাকে তারিফ করাও যেন যথেষ্ট নয়!
খুবই বুদ্ধিদীপ্ত প্রশিক্ষণ ।
বলি শোনো,এ যেন স্কুলে শিশুদের বাৎসরিক
ক্রীড়া প্রতিযোগিতায় বিস্কুট দৌড় প্রতিযোগিতা ।
তবে এই দুই ক্ষেত্রে পার্থক্য ব্যাপক ।
একটি প্রমোদের জন্য, অন্যটি যথার্থ বাঁচার লড়াই!
বাদশা বাঁদরদের রোজ খাদ্যাভাবে অপুষ্টিতে রেখে
অপরাহ্ণে শুরু করতো প্রশিক্ষণের ব্যবস্থা।  
লিকলিকে বাঁদর গুলো সারাদিন অভুক্ত,
প্রশিক্ষণের শুরুতে বাদশা ওদের হাতগুলো রুমালে
বেঁধে রুটিন-মাফিক ডুগডুগি বাজাতো,
তখনি শুরু হতো দৌড়।
নির্দিষ্ট পথ।হাত বাধা অবস্থায় ওদেরকে প্রথমে
সামনের দেবী মন্দিরে গিয়ে মাথা ঠুকে দেবীকে
প্রণাম করা শেখানো হতো।
তারপর?
অদূরে সূতায় ঝুলিয়ে রাখা পোড়া রুটির দিকে
ছোটানো হতো। অভুক্ত বাঁদরেরা জোরে সেদিকে
ছুটতো,ব্যাপক ক্ষুধার তাড়নায় ।সেখানে ওদের  
নাকের ডগায় ঝুলন্ত পোড়া রুটি!
সারাদিন অভুক্ত, তখন সেটি আর কম কিসে?
সেগুলো মুখে পুড়তে চলতো ওদের অদম্য প্রচেষ্টা।
দেখেছি দীর্ঘদিনের প্রশিক্ষণের পরিণতি!
এখন বাদশা ডুগডুগি বাজালেই ওদের জিভ থেকে
লালা ঝরে আর ওরা এই খেলা দেখাতে প্রস্তুত
হয়ে লাইনে দাঁড়িয়ে পড়ে।