লতানো গাছের মতো জীবন
তবু কালপুরুষকে ছুঁতে চায় মন
প্রতিভা না-থাকলে কি চলে?
রাতদিন অনুশীলনে ডুবে থাকা
বিকল্প হতে পারে
জানতো সে এ ছাড়া
কে, সাফল্য পেয়েছে কোন্ কালে?
নয়তো এগোতে গেলে পড়তে হবেই ঢলে।
অনুভব করলো তার প্রয়োজন
রাষ্ট্রক্ষমতাকে অবলম্বন
মিথ্যাচারকে করলো জীবনধন
শুরু করলো তারই অনুশীলন
পানের মতো পুড়লো দু’গালে
আজও চিবাচ্ছে সারাদিন
মিনমিন করে করছে অনুশীলন
অবসর জুটছে যখন
বেশ আছে এ জীবনধন নিয়ে,বৈকি!
উগরে দিচ্ছে হলে জনতার মুখোমুখি
প্রশংসার মালাও জুটছে গলে।
বাঃ রে!এ ভাবে অনুশীলন করলে
প্রচেষ্টা কখনো যায় কি বিফলে?
রাষ্ট্রক্ষমতা হাতের মুঠোয়
এ না-হলে কি চলে?