ধমনীতে বহমান শোণিতের মতো      
কালের স্রোতে সকলে সদা কর্মব্যস্ত।  
নাবালক থেকে পৌঢ় ছোটে সবাই
কে,বৃদ্ধ-বৃদ্ধাদের দেখভালে রবে?    


তাদের পঞ্চ-ইন্দ্রিয় বয়সের ভারে    
ধরাশায়ী হলে ব্যাধি উল্লাস করে  
দেহ পিঞ্জরে।একাকীত্ব ঠারেঠোরে          
উঁকি মারে তাদেরি তাসের ঘরে।  


বার্ধক্যে একাকীত্ব বিরহের ধারা
যেন ভৈরবের জটা থেকে নেমে      
একান্ত অভিমানে দুখের নিরসনে
বক্ষে জড়াতে চায় মরু সাহারা।