বেশ তো গভীর সাগরে ডুব দিয়েছিলে শুক্তির মতো। থাকতে হতো স্বাতী নক্ষত্রে আকাশ থেকে ঝরে পড়া বারি বিন্দু গিলে খাবার অপেক্ষায়।
সেটুকু প্রতীক্ষা বুঝি সইলো না আর? গ্রীষ্মের দাবদাহে তৃষ্ণার্ত চাতক পাখির মতো শুরু করলে তারস্বরে চিৎকার।
অকাল বর্ষণের জন্যও প্রকৃতির কাছে জানালে আমন্ত্রণ। দেখেছে জনগণ অকাল বর্ষণ হলো যখন জলের উপরে ভেসে উঠলে। হা-করে মুখ বাড়ালে।
দেখে মনে হলো ভয়ানক তৃষ্ণার্ত। তৃষ্ণা মেটাতে বারি বিন্দু গিলে খেলেও হতো।
সে আর হল কই?
গিলতে শুরু করলে সামনে যা কিছু পেলে। অনেকেই বলে কয়লা বালি পাথর ও নিয়োগ সংক্রান্ত বিষয় থেকে অনৈতিকভাবে উপার্জিত অর্থ সহ আরো কত কি গিলে খেয়েছ।
ভেবেছ সব হয়ে যাবে হজম? একবারও ভাবোনি সেসব কি খাদ্যের তালিকাভুক্ত? খেলে কি হজম হওয়ার মতো?
এখন কী মনে হয়? হলো কি বদহজম?