একটা নয়,দুটো নয়,
তালা বন্দী লকারের অনেক দুয়ার খুলে
যেতে হবে মোহরের খোঁজে!
এ কাজে একটিও তালা ভাঙ্গবে, সাধ্য কার?
আর চাবিগুলো নিয়ে নিরাপদে বসে আছে পাহারাদার।
বাইরে ঘন অন্ধকার
তবু টর্চের আলো জ্বেলে তার দিকে যাচ্ছে কারা?
কেন এগিয়ে যাচ্ছে সে দিকে?
কে বলতে পারে হয়তো চাবিগুলোর খোঁজে!
খুঁজে বের করতে নেমেছে কি
লকারে রক্ষিত চোরাকারবারে অর্জিত গুপ্তধন?
শুনেছি সে জন্য করেছে ব্যাপক আয়োজন।
খুঁজে বের করবেই নাকি কালা-ধন!
কী করার আছে এখন?
পাহারাদার কে আর নিরাপদ ভাবা যায় কি?
বুকে বন্দুক ঠেকিয়ে তার কাছে গুপ্ত ধনের
সন্ধান জানতে চাইলে করবে কী?
ভয়ে বাংলার পাঁচ-এর মতো মুখ বাঁকিয়ে গড়গড় করে
সব গুপ্ত রহস্য বলে দেবে নাকি?
যদি সেও না-হলো
চাবিগুলো ছিনিয়ে নিলে করবে কী?
সে রহস্যভেদ ঠেকাতে আগেভাগে
জিব কেটে তাকে বধির করা
কিবা তার কাছ থেকে একটা চাবি নিয়ে
সরিয়ে ফেলা নিরাপদ নয় কি?
সেই ভালো,এ কাজে এখনি নেমে পড়ি।
দেখি,তারা কিভাবে করে তল্লাশি!