চারিদিকে সুবিশাল ঝরা পাতার পাহাড়
তলদেশে উই এর ঢিবি করে ছারখার।
শিকারি মাকড়সা সেথায় পেতেছিল ফাঁদ
ঘটনার সাক্ষী গো দ্বিতীয়া র বাঁকা চাঁদ।


শিকারির পাতা ফাঁদে বহু মরলো সেথায়  
তবুও ছেদ ঘটে নি শিকারের লালসায়।
মৃতদের মায়ের বুকে কী অসীম শূন্যতা
জননী রা বসে ভাবে ঘটনার বীভৎসতা।

শিকারি নেয় না তবুও তার পাপের দায়  
ক্ষমতার লালসায় তার লালা ঝরে যায়।
সে ভাবে নি আবারও আসবেই সেই চাঁদ
তাই তার আগমনে সে করলো আর্তনাদ।


উই চুপিসারে শিকারির হৃদয় ছুঁয়েছে
অসীম সাহসে সে সেথায় বাসাও বেঁধেছে।
সেসব দেখে শিকারির মুখ খানা ফ্যাকাসে
তার মরণের কালে কেহ থাকছে না পাশে।