মন পাখিটি উড়ে চললো দেশে     ফিরে এলো যেন চাতক বেশে    
                  জানতে চায় কী ঘটলো দেশে
সেথায় ভিখ চেয়ে একটু রুটি     জনগণ পেল ইংরাজের গুলি লাঠি
                  তারা কি আর চলবে হেসে?


হরিজন পত্রিকায় লিখলেন গান্ধীজী   এ যেন দেশের জনতার আর্জি
                  শাসকের অত্যাচারের চাই অবসান    
ইংরাজদের চলে যেতে হবে এখন    চাইছি ভারত ছাড়ো আন্দোলন  
                 সেটাই জনগণের প্রতি তার আহ্বান।


কংগ্রেস সর্বোচ্চ কমিটি ওয়ার্ধায়     সম্মতি জানালো তাতে নির্দ্বিধায়        
                 পথে নামলো এই দেশের জনগণ।    
এবার হলো ভারত ছাড়ো আন্দোলন    সারা বিশ্ব তাকিয়ে থাকলো তখন
                  এ যেন স্বদেশীদের জীবন মরণ।


অহিংস ও সহিংস দুটি ডানায়     পাখীটি উড়লো নিজ ভাবনায়  
           অবসর ক্ষণে ভাই সেটাই দেখি।
দেশের ভিতর আন্দোলনে গান্ধীজী   বাইরে থেকে আন্দোলনে নেতাজী
                  সাহেবদের গলা টিপছে যেন সাঁড়াশি।


আন্দোলন দানা বাঁধলো ঘরে বাইরে  সবই সাহেবদের ছিলো নজরে
                  সমাধানে এলো ক্রিপস মিশন          
জনরোষ মেটাতে এগিয়ে এসে      ওরা ছল চাতুরী করে বসে
                  তাদের দলিলে আছে নিদর্শন।
        
সাহেবরা হাবুডুবু খেল যুদ্ধকালে    সেসব কি ওরা যাবেই ভুলে      
                  মানতে চায় কি তাদের হার?
দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিটলো শেষে      ইংরাজ নড়েচড়ে বসলো আক্রোশে
                  সশস্ত্র যুদ্ধবন্দীদের করবে বিচার।