বয়কট আন্দোলন দেখলো ইংরাজ     চিন্তায় কপালে পড়লো ভাঁজ
                        তবুও ওরা হার মানতে নারাজ
পশুরাজ বাঘ যথা দম্ভ বলে             সব কিছু অবজ্ঞা করে চলে
                        ভাবে ক্ষমতা দেখানো ই তার কাজ।


জুলুমে ও সাহেব দের অধিকার         ওরা চালালো ব্যাপক স্বেচ্ছাচার      
                           এবার তাদেরই বাঁচার দায়                              
মানুষের স্বাধিকারে বাড়ালে হাত       সাথে সাথে জুটলো প্রতিঘাত            
                           ওরা খুঁজলো বাঁচার উপায়।


বিপ্লবী প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম         তাদের চলার ছিল না বিরাম
                         দুজনে মজঃফরপুরে পৌঁছে গেল
কিংসফোর্ডের ছিল নাকো ক্ষমা        তারই গাড়িতে ছুড়লো বোমা      
                        তার অনুপস্থিতিতে অন্যরা মরলো।


হারতে জানত না প্রফুল্ল চাকী          তাকে ধরা এতোই সোজা নাকি
                       আত্মহত্যা করে করলো মৃত্যুবরণ
কিশোর ক্ষুদিরামের হলো কি          সাজা শুনে ও সে টললো কি?
                        শহীদ হয়ে তুললো গণ-জাগরণ।        


দাহ্যের ভিতর তুষের আগুন            ছড়িয়ে পড়বে ই যখন তখন
                        সেটাও সাহেব রা বোঝে নি তখন।
আগুন নিয়ে করলো খেলা              ঘনালো তাদের মরণ বেলা
                        বুঝলো ওরা প্রলয় ঘটলো যখন।


সাহেব দের লড়ার জাগলো সাধ        জুটলো তাদের দুঃখ অগাধ
                       কংগ্রেস অধিবেশন বসলে সুরাট            
সেই অধিবেশনে নেতারা ভাবি         দেশে স্বায়ত্ত শাসনের তুললো দাবী
                       তাদের করতে চেয়ে কুপোকাত।    


সাহেব বুঝলো বঙ্গ-ভঙ্গ ছিল ভুল        জনগণ ও ছাড়ে নি দাবী এক-চুল  
                       দাঁড়িয়ে ছিল সটান সেই দাবীতে
শেষে বঙ্গভঙ্গ রদ করলো তারা          আবার দুই বাংলাকে দিলো জোড়া
                       আমজনতার ক্ষোভ মিটিয়ে নিতে।