ঝড়ের তাণ্ডবে মাঝি হটলো পিছে      উজানে যাওয়ার চেষ্টা মিছে    
                      মাঝির দাঁড় টানার নেই কো বল
ইংরাজ বঙ্গ-ভঙ্গ রদ করলো বটে       গরিমা ধূলায় মিশলো তাতে  
                      শলা করলো,তল্পিতল্পা গুটিয়ে চল।


সাহেব দের মনে জাগলো শিহরণ       রাজধানী দিল্লী তে সরালো তখন  
                      জুটলো কি সেথায় খাজা গজা?
ওদের নাকের ডগায় পাঞ্জাবে           গদর পার্টি ও উঠলো জেগে    
                      বুঝলো সাহেব নেই কো মজা।


ধূমকেতু যাদের করে নিশানা           খুঁজবে কোথায় বাঁচার ঠিকানা
                      বিপদ ছুটে চলে তাদের সাথে
অনুশীলন সমিতির রাসবিহারী বসু     বিপ্লবী কর্মকাণ্ডে নয়কো শিশু
                      সদলে পৌঁছলো উত্তর ভারতে।


তার সাথী বিপ্লবীর এলো নজরে      হার্ডিঞ্জ যায় হাতি চড়ে
                      সাহেব কে মারতে ছুড়লো বোমা
জনতার আক্রোশ নিয়ত বাড়লে       বাঁচা যায় কি কোন কৌশলে
                      কেহ করে না তাদের একটু ক্ষমা।


ঠিক হলো রাসবিহারী র তৎপরতা তে     লাহোর,আম্বালা,রাওয়ালপিন্ডি,মীরাটে
                       সেনারা বিদ্রোহ করবে একসাথে
ইংরাজ সেনাদের মারবে ওরা             ভারতীয় বন্দীরা পাবে ছাড়া
                         চলে যাবে সবাই নিজ ডেরাতে।


এক ভারতীয় সেটা করলো ফাঁস       বহু বিপ্লবীর হলো কারাবাস
                       রাসবিহারী জাপানে গেল ছদ্মবেশে
বিপ্লবী কি থেমে থাকতে পারে          দেশমাতার দুখ সইতে নারে
                        যুদ্ধের প্র্রস্তুতি নিলো সেথায় বসে।


১৯১৪ খ্রীষ্টাব্দে সাড়া বিশ্বজুড়ে       প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে
                      এদেশে নেতাদের হলো মাথাব্যথা
স্বদেশীরা এইসময় করলো কি    সাহেবদের প্রতি খুবই দরদী
                        শাসক খুশি হবেই জানা কথা।


ওদের খুশিতে মোদের লাভ কি      যুদ্ধশেষে স্বায়ত্তশাসন জুটলো কি
                        বলি লক্ষ্য টাকার প্রশ্ন সেটাই
এই কথাটা কি আছে জানা      শাসক স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ে না
                     যতই তুমি তাদের ডাকো ভাই।



***[‘গদর’-শব্দের মানে বিপ্লব]