ঘরে ঘরে শিশুরা কাঁদে যখন    মায়েরা ভোলাতে চান শিশুর মন
                    শিশুকে দেন খেলনা কিছু তখন
যা ছিল সেই শিশুর প্রয়োজন    পেল নাকো শিশুটি সেই ধন
                    মায়েদের সবই বৃথা আয়োজন।
                                                            
দেশ নেতাদের ক্ষোভ কমাতে     আন্দোলনকারী দের সান্ত্বনা দিতে  
                  ইংরাজ দ্বৈতশাসন আইন জারি করলো বটে  
স্বদেশীরা কিছু ক্ষমতা পেল তাতে   প্রকৃত স্বায়ত্তশাসন ঝুললো সিঁকেতে
                    তাতে ক্ষোভ-বিক্ষোভ কি সত্যি মেটে?


তরুণ নেতা পণ্ডিত জওহরলাল    পিতা স্বাধীনতা সংগ্রামী মতি লাল    
                      গান্ধীজীর আদর্শে এলেন কংগ্রেসে
পা বাড়ালেন অসহযোগ আন্দোলনে  কৃষক আন্দোলনের দ্বায়িত্বে সেইক্ষনে
                     একাধিক বার গেলেন কারাবাসে।
            
নাগপুরে সেই কংগ্রেস অধিবেশন    দেশের নেতারা বসলো যখন    
                      অসহযোগ আন্দোলন পেল সমর্থন
হলো প্রতিবাদ ও হরতাল পালন    ইংরাজ করলো ব্যাপক নির্যাতন
                       চৌরি চৌরায় ঘটলো এক অঘটন।


আন্দোলন থামিয়ে দিলেন গান্ধীজী সহিংস আন্দোলনে তিনি গররাজি    
                     ছয় মাস জেলে থাকতে হলো তাঁকে
আন্দোলন নিয়ে নানান ভাবনা      দেশমাতা সইছেন দুঃসহ যাতনা
                      তাঁর ক্রন্দন বহে গেল চারদিকে।


এবার স্বাধীনতা সংগ্রামে নেতাজী     তার সামনে দেশবন্ধু ও গান্ধীজী
                     অসহযোগ আন্দোলনে পা বাড়ালেন
অহিংস পথ মনে সায় দিলো না     গান্ধীজীর সাথে হলো না বনিবনা
              স্বাধীনতা ছিনিয়ে আনতে চাইলেন।


বিপ্লবী চেতনা ভাবনা তার মনে     বাংলার বরেণ্য নেতা সেইক্ষনে
                     জোর দিলেন কংগ্রেসের সংগঠনে
বিপ্লবী ভাবাদর্শের সেই মানুষেরা     স্বাধীনতা অর্জনে যারা দিশেহারা
                     তাকেই নেতা মানলেন সেইক্ষনে।


কংগ্রেস অধিবেশন বসলো লাহোরে    আন্দোলনের গতিমুখ সবার নজরে  
                   সভাপতি হলেন পণ্ডিত জওহরলাল
যেথায় পূর্ণ স্বরাজের দাবী উঠলো    নেতৃবৃন্দ স্বাধীনতার শপথ নিলো
                    সাহেবরা বুঝলো দেশের হালচাল।          


এই অধিবেশনে নেতারা সেই সাথে   এক স্বাধীন জাতির ভাবনাতে  
                 জাতির প্রতীক ত্রিবর্ণ পতাকা তুললো
জানালো,২৬শে জানুয়ারী ১৯৩০ এই দিন  জনগণ কে স্বাধীন ভাবতে দিন
                 স্বাধীনতা দিবস পালনের ডাক দিলো।