যে দেশের তিন দিকেই সাগর          লবণের আধিক্যে জলের নেই কদর
                 তাকে লবণ কিনতে হতো বিদেশ থেকে
সাহেবী আইনে লবণ তৈরি তে মানা    বোঝ দেখি গো তাদের কাণ্ড খানা
                 তারা বেশ মুনাফা করতো লবণ থেকে।


সেই লবণ-আইন ভাঙ্গতে হবে         মানুষ দের স্বদেশী ভাবনা জাগাতে হবে
                 পরাধীনতা র ভাবনা ছাড়তে হবে
ঘরে চরকাতে সুতো কাটা চাই         দেশে কুটির শিল্প ও গড়া চাই
                 বিদেশী বয়কটে মদত দিতে হবে।


গান্ধীজী র ডান্ডি অভিযান হলো শুরু    শাসকের কপালে ভাঁজ বেশ পুরু  
                 সত্যাগ্রহ আন্দোলনে নামলো জনতা
তার সাথে চললেন বহু পদ যাত্রী        চলার পথে জুটলো আরো সাথী
                 সাহেব দের বিপদ আসন্ন জানা কথা।


২৪ টি দিন সবাই এক নাগাড়ে         ২৪১ মাইল সড়ক পথ পেরিয়ে
                 গান্ধীজী সাগর পাড়ের ডান্ডি গেলেন
সেথায় এক দিন করে অনশন          পরদিন তৈরি করলেন লবণ
                 লবণ তৈরীতে নিষেধাজ্ঞা ভাঙ্গলেন।


নারীরা রুখলেন সামনে থেকে          বিদেশী দ্রব্য কেনাবেচা সবদিকে
                 পিষলেন সাহেবের আয়ের উৎস কে
সরকারী কর্মচারী রা দিকে দিকে        কাজে ইস্তফা দিলেন নিজে থেকে
                 টলাতে ইংরাজের শাসন ব্যবস্থা কে।


গুজরাট,উত্তরপ্রদেশ,পশ্চিমবঙ্গে        রাজস্ব আদায় থামলো সেই সঙ্গে
                 রাজ-কোষাগারের হলো বেহাল দশা
হাতে নয়,এ যেন ভাতে মারা           সিঁদরে মেঘ দেখেই ভয়ে সাড়া
                 আন্দোলনের ফল গো ফললো খাসা।


শাসকের হাতে মজুত অস্ত্র ভাণ্ডার      সে কি নীরবে দেখবে ছারখার?
                  শক্ত হাতে  দমন পীড়ন চালালো
তাদের বীভৎস সেই অত্যাচার         সব জনগণ জানালো ওদের ধিক্কার                
                  প্রতিবাদের ঢেউ চারদিকে ছড়ালো।


দিকে দিকে শাসকের গুলি বর্ষণে      সাধারণের উপর তাদের নির্যাতনে
                  মানুষ অহিংস-আন্দোলনে সন্দিহান হলো
গান্ধীজী দেখলেন শাসকেরা নির্দয়    আন্দোলন চালু রাখা নিয়ে সংশয়  
                  কংগ্রেস আন্দোলন মুলতবি র সিদ্ধান্ত নিলো।