আধুনিক যুদ্ধাস্ত্রে বলীয়ান্‌     ইংরাজ এ দেশে আনলো কামান  
                 অত্যাচার চালালো চারদিকে              
সন্ন্যাসী বিদ্রোহের উৎস থেকে    সিপাহী বিদ্রোহ দিয়েছে এঁকে
                 বহু ক্ষত চিহ্ন এদেশের বুকে।


বহু বীভৎস যুদ্ধ মানলো হার    ইংরাজ শাসকের জয় জয়জয়কার  
               তাদের বিবেকের হয়নি দংশন
দেশের ভাগ্যবিধাতা ত্রস্ত যখন   দেশ নেতাদের হলো মহা মিলন    
              বসলো প্রথম কংগ্রেস অধিবেশন।


জাতির মেরুদণ্ড তখন ভগ্নপ্রায়    সংকট শিক্ষায় অনগ্রসরতায়
               সর্ব শিক্ষার প্রয়োজন অনুভূত হলো
গুণিরা নামলেন শিক্ষার বিস্তারে   শিক্ষালয় গড়লেন দেশ জুড়ে
               শিক্ষা সংস্কৃতির অগ্রগতি ঘটলো।


এ যেন নতজানু চারা গাছ     কষ্টে ফেলছিল সুদীর্ঘ নিঃশ্বাস
               প্রখর তাপদাহে জীবন যন্ত্রণায়
যখন শ্রাবণে নামলো বরিষণ    আনন্দ উল্লাসে মুখরিত তখন
              মাথা তুললো সে উন্মাদনায়।


নারী শিক্ষার জুটলো সমাদর    পথিকৃৎ রাম মোহন,বিদ্যাসাগর
               শিক্ষার ব্যাপক প্রসার ঘটলো।
সভা সমিতি হলো দিকে দিকে    অনুশীলন সমিতি বাংলার বুকে
              স্বদেশী আন্দোলন শুরু হলো।


সরিয়ে দিলে ই কচুরি পানা    নদীর বহিতে নেই কো মানা
               দেখতে যাবে কি গঙ্গা যমুনা?
পাশ্চাত্ত্য শিক্ষার হলো বিস্তার    সাহেব দের করতেই ছারখার
               গঙ্গা জলে গঙ্গাপুজায় নেই মানা।


বঙ্কিম চন্দ্র বিবেকানন্দ দয়ানন্দ     বিললেন স্বদেশ প্রেমের গন্ধ      
               দেশ-প্রেমিক দের অন্তরে অন্তরে
আনন্দমঠের বন্দে মাতরম        দেশ মাতার বন্দনায় মনোরম
                দেশপ্রেম জাগালো সবার ঘরে।