বাড়ছে গঙ্গাদূষণ
খুঁজছে এক ফোঁটা শুদ্ধ গঙ্গাজল
বেহাল দশা, সেও অমিল !
খাদ্যের অবস্থা?
অভুক্ত থেকেছে দীর্ঘকাল,
পেটে পিঠে একসাথে হওয়ার যোগাড়
খাদ্য ও পাণিয়ের দাবী যুক্তিযুক্ত ও জোরালো হলেও
বিপত্তি আঁকড়ে ধরছে জোঁকের মতো
এ যেন মাথার উপরে ‘শিকে’তে ঝুলছে ননী  
বিড়ালের নাগালের বাইরে  
হায়রে, সে কী আর করতে পারে ?
তার নীচে বসে সেদিকে তাকিয়ে থাকলো
শিকে ছেঁড়ার অপেক্ষায়!
বেলা যদিও গড়ায়
তবু শিকে আর ছিঁড়ে কই?
অগত্যা ভিন্ন পথ,অন্ধকারে গোপনে সন্ধি,
‘তোলা’ দেওয়ার মতো ব্যাপার।
এ  থেকে যেন মুক্তি নাই!