শীত-ঘুমে ব্যস্ত, সাপদের মতো?
অভ্যাসের দাস হলে সেটি হয়।
রোম দাউদাউ করে পুড়লো
তাতে কী? সম্রাট নিরো দেখেও নির্বিকার ছিল!
সঙ্গীতের সুরের লহরি বয়েছিলো সেসময়
তার মগজে ও শিরায় উপশিরায়।
রোম ধ্বংস হলো, তার কী বা এলো গেল?
চারদিকে যেসব ঘটছে এখন,
সেসব দেখেও অভ্যাস বশত
কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতে পারো।