ভোজবাড়িতে ভালোমন্দ গোগ্রাসে তুই গিললি বটে
লোভে মজে কারো কথা কখনও তুই ভাবলি না।
'যা করেছি বেশ করেছি', সেকথা তুই বলতে পারিস
আমি ভাবি যা গিলেছিস সবই হজম হবে কিনা!


বলবো কি রে খাবার পাতে সব খেতে হয় একটু ভেবে  
খাবার লোভে গিললি বটে সত্য সেকথা তুই বুঝলি না।  
ভোজবাড়িতে সব খাবারই তুই গোগ্রাসে গিললি বটে
ভাড়ার শূন্য করলি যখন কারো কথা তুই ভাবলি না।


বাদবাকিরা পায়নি খেতে তবু ছিলি তুই মজলিশে
বলবো কী আর করলি যে কাজ জন্তু ছাড়া আর কার সাজে?
ভাব দেখালি খায়নি ক’জন সে জেনে তোর লাভ কি তাতে?
পান চিবনোর ধরন দেখে সবার চোখেই শূল বিঁধেছে।


বললি শেষে মন্দ বরাত ভাবুক সবে আজ একসাথে
সত্যি বটে! বলবি কি রে, কিসব ডাকে তোর পেটে?
গুড়ুম-গুড়ুম ডাক শুনে পাইনা ভেবে তোর হলো কি?
হচ্ছে কিসব? কী জানি কি ঘটবে এখন রাতবিরেতে!