অনেকেই খেয়েছে যখনি পাত পেড়ে
নজরটা সেদিকেই না গিয়ে কি পারে?
তখন লকলক করেছে জিভখানা
মুখ থেকে লালা ঝরেছে মন্দ না
সেসময় ক’জন সংযত থাকতে পারে?
পারিনি সেসময় করতে লোভ সম্বরণ
অতৃপ্ত লালসায় মেতেছি যখন তখন
করেছি হাত- পা ও ছোঁড়াছুঁড়ি
লাফঝাঁপ দিয়েছি গা- জোয়ারি
তখনো হয়নি যে মাছের স্বাদ ভক্ষণ।
কাটিয়েছি কতকাল অতৃপ্ত লালসায়
গর্জে উঠেছি মাছ চাই দাবি দাওয়ায়
হঠাৎ মাছের গন্ধ নাকে পৌঁছেছে
দেখি মাছও খাবার পাতে পড়েছে
তখন কী করতে হবে সে বোঝা দায়!
খেতে হতো মাছের সমস্ত কাঁটা বেছে
মজেছি যে লালসায় সে ভাবনা মিছে?
কাঁটা বেছে খাবো সেসময় কোথায়?
ভাবিনি কী হবে কাঁটা বিঁধলে গলায়।
অপরিণামদর্শীতায় আজ দুর্দশা হয়েছে।
হায় রে, কী কাণ্ড হলো অতৃপ্ত লালসায়।
গলায় কাঁটা, ভুগছি বহু কাঁটার জ্বালায়।
অপরিণামদর্শীতার এ কী পরিণতি!
কে জানে সইতে হবে কত যে দুর্গতি
কাঁটা ঝেড়ে ফেলার ও দেখি না উপায়।