বহু যুগ কেটে গেছে,কৌতূহল বশে
পুরুষ জিজ্ঞেস করলো তাকে,‘কাজে
নিমগ্ন হয়ে ধৈর্য সহকারে,বলো,তুমি
কিসের জাল বুনছ,নারী’?
ঊষাকাল।উদীয়মান সূর্যের সুশীতল
আলো কে মুখে মেখে হেসে বললো
সে,‘পুরুষ,কান পেতে শোনো সুদূর
থেকে ভেসে আসছে স্রষ্টার সুললিত
কণ্ঠস্বর।মন দিয়ে শোনো কী তার
অভিপ্রায়।আমি তারই ইচ্ছায় জাল
বুনছি প্রেমের ও স্নেহ-ভালোবাসার।
সভ্যতার মূলভিত্তি রচনা করা খুব
ইচ্ছা,আমার’।
ঘাসের উপর স্নেহ-লতার মতো সে
তার দুহাত বুলিয়ে বললো আবার,
‘জেনে রাখো,সেই আদিকাল থেকে
যাযাবরের জীবন সহে না আমার,
এসব নয় আমার অভিপ্রায়।স্রষ্টার
নির্দেশে বাবুই পাখির মতো বাসা
বাঁধার কাজেই আমি নিয়োজিত।
এ কাজটি করছি নিয়ত।
এসো,ধরো হাত,দুজনে মিলে গড়ে
তুলি আমাদের বাসা,সংসার এবং
একটা সুন্দর সমাজ।